প্রসঙ্গঃ প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষা কারিকুলাম ও নতুন সরকারের সংসদ অধিবেশন

>> সম্পাদকীয় <<

দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন শিক্ষা কারিকুলাম নিয়ে শিক্ষার্থী -শিক্ষকবৃন্দসহ অভিভাবক মহলের রয়েছে নানা সমালোচনা।যেখানে শিক্ষা পদ্ধতির এই আমুল পরিবর্তনের প্রেক্ষাপটকে অনেকাংশে নেতিবাচক দৃষ্টিকোণ থেকেই অনেকেই দেখছেন।
সচেতন অভিভাবকদের নানা মন্তব্য ও অভিমত বিশ্লেষণ করে সারমর্ম দাঁড়ায় – “চলমান নতুন কারিকুলাম পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠ্যসূচি ও মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আসছে।”

নানান তথ্য ও উপাত্তের ভিত্তিতে দেখা যাচ্ছে -“নতুন শিক্ষাক্রমে পরীক্ষার চেয়ে ব্যবহারিকের প্রতি বেশি গুরুত্ব দেয়া হয়েছে।”যে কারণে নতুন শিক্ষাক্রম নিয়ে অনেকেই বেশ উদ্বিগ্ন !

এমতাবস্থায় উক্ত বিষয়ে সংশ্লিষ্টদের আরও বিশ্লেষণ ও একাধিক গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে বলে শিক্ষক ও অভিভাবক মহল মনে করছেন।

নতুন সরকারের সংসদ অধিবেশনে নতুন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা সূচী নিয়ে আলোচনার প্রয়োজন ।পাশাপাশি নতুন শিক্ষা সংশ্লিষ্ট মন্ত্রী মহাদয়ের উক্ত বিষয়সমুহের সংস্কারের সদয় সুবিবেচনা প্রয়োজনের চোখেই -শিক্ষা সচেতন ব্যাক্তিজনেরা ।।