অবাধ তথ্য প্রবাহ- রাস্ট্রের প্রয়োজনে

 

অবাধ তথ্য প্রবাহের এ যুগ।কোন কিছু থামিয়ে রাখার প্রচেষ্টা – ইতিবাচক ফল না-ও দিতে পারে।কায’ত দেয় না।

Free flow of information – as required by the network

দেশের জাতীয় সম্পদ নষ্ট করা কেন? সেসবতো এ দেশের সতেরো কোটি মানুষের সম্পদ।
এ ক’দিনে(রাস্ট্রের সম্পদ ধ্বংসের) দানবীয় তান্ডবের পৈশাচিক কর্মকাণ্ডের উপযুক্ত প্রমান সাপেক্ষ আইন অনুযায়ী সে সবের বিচার হওয়াটা একান্ত প্রয়োজন।
১ যুগের বেশি সময় ধরে অনেকবার অগ্নিসন্ত্রাস,জ্বালাও পোড়াওয়ের ঘটনা ঘটে চলছে।
সাধারণ মানুষ নিরাপত্তার সাথে জীবন যাপন করতে চায়।তাই এমন ক্ষয়ক্ষতির বিষয়ে সরকারের কায’কর পদক্ষেপ জরুরী।
আরেকটা বিষয় দ্যাখা প্রয়োজন -পরবর্তীতে বিষয়গুলো অদৃশ্য কারণে যেন ফাইল বন্দী না হয়ে যায়।
স্পর্শকাতর বিষয়গুলো আমাদের দেশে অকস্মিকভাবে নিস্ক্রিয় হওয়ার বহু নজির রয়েছে।
শেষান্তে প্রত্যাশা- আমাদের সকলেরই শুভবুদ্ধির উদয় হোক।
প্রয়োজনে স্লোগান হোক – ” চাই সামাজিক নিরাপত্তা। “